• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবঞ্জে আনন্দ শোভাযাত্রা

আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি॥
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসকের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, প্রফেসর ড. মাযহারুল ইসলণাম তরু, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, সিভিল সার্জন খাইরুল আতাতুর্ক, , মোঃ শরিফুল ইসলাম মোল্লা,্্ ঔষধ তত্ত্বাবধায়ক,ঔষধ প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলা মৎস্য দপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, জেলা পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপিসহ সরকারী-বেসরকারী অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। আনন্দ শোভাযাত্রায় সাধারণ নারী-পুরুষরাও অংশ নেয়। সন্ধ্যায় এ বিষয়ে শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ