আগামী শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
জানা গেছে, ওই বৈঠকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন নিয়ে নতুন কৌশলও ঠিক করা হতে পারে।
অপরদিকে একই দিন যৌথসভা ডেকেছে বিএনপি। সকাল ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা অনুষ্ঠিত হবে।