• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। ২৩ মার্চ শুক্রবার বিকাল  সাড়ে ৩ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ আব্দুল ওদুদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ আলী খান, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি, বারঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের, চর অনুপনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম বাচ্চু, পৌর কৃষক লীগের সভাপতি মেসবাউল হক টুটুলসহ প্রমুখ। ৮ টি জেলা ফুটবল দলের অংশগ্রহনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮’র উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বদ্বিতা করেন নাটোর জেলা ফুটবল একাদশ বনাম রংপুর জেলা ফুটবল একাদশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও ডাঃ আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হচ্ছে, সিরাজগঞ্জ, রাজশাহী, নঁওগা, বগুড়া, চুয়াডাংগা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল একাদশ। উদ্বোধনী ম্যাচে রংপুর জেলা ফুটবল একাদশ ২-১ গোলে নাটোর জেলা ফুটবল একাদশকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ