• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় হতে ২৩ ককটেল উদ্ধার

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের  বহরম মোড়ে অবস্থিত ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় হতে বৃহস্পতিবার বিকেলে ২৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হযনি। সদর থানার মঞ্জুর রহমান জানান, ককটেল মজুদের গোপন খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই আ’লীগ কার্যালয়ের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বাজারের ৫টি ব্যাগে রাখা  লাল ও কালো স্কচটেপ মোড়ানো ২৩ টি ককটেল পাওয়া যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম ও ইকবাল হোসেনসহ পুলিশ কর্মকর্তারা,ইউপি চেযারম্যান মহসীন আলী  ঘটনাস্থলে পরিদর্শ করেন। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ