• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

ভূঞাপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

আপডেটঃ : শনিবার, ২৪ মার্চ, ২০১৮

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি॥
‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মুলে ইতিহাস গড়ি সবাই মিলে’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় গতকাল শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব যক্ষ্মা দিবসের কর্মসুচি পালন করে। ভূঞাপুর ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে সকালে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের করে বাজার প্রদক্ষিন শেষে আবার স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ করে। র‌্যালিতে অংশ নেয় ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশের কো-অর্ডিনেটর ডাক্তার দীপক, বেলজিয়াম থেকে আগত ডাক্তার আর মান্ড, যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন টাঙ্গাইলের প্রজেক্ট ডিরেক্টর কবীর মোহাম্মদ মনিরুল আজম খান  এসময় আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর হাসপাতালের ডাক্তার রুকুনুজ্জামান, ডাক্তার খন্দকার আবু সাইদ, ডেন্টিস ওমর ফারুক, ভূঞাপুরের সিনিয়র যক্ষ্মা ও কুষ্ঠ  নিয়ন্ত্রন সহকারি  রহমউল্লাহ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, ছাড়া ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছাত্রবৃন্দ। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে যক্ষ্মা নির্মূল বিষয়ে গণসচেতনতা মুলক এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় ২০১৭ সালে ভূঞাপুর কেন্দ্রে রোগীর সংখ্যা ছিল ১৫৬ জন যারা সবাই সুস্থ্য জীবন যাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ