রংপুর প্রতিনিধি ॥
বাড়িতে প্রবেশ করার রাস্তা বন্ধ করে দেওয়ায় গত এক সপ্তাহ ধরে একটি পরিবার অবরুদ্ধ হয়ে আছে। ঘটনার প্রতিকার চেয়ে পৌর মেয়র, কাউন্সিলর এমনকি থানা পুলিশে অভিযোগ করে কোন লাভ হয়নি। উল্টো ভুক্তভুগি ওই পরিবারের সদস্যদের নামে থানায় মামলা দেওয়ায় তারা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। গতকাল শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন হারাগাছ পৌর এলাকার ধুমেরকুটি বানিয়াপাড়া এলাকার বাসিন্দা বেদারুল ইসলাম সবুজ।
সাংবাদিক সন্মেলনে বলা হয়, ধুমেরকুটি বানিয়াপাড়া এলাকার আজিজার রহমান বুলু ও তার ভাই শহিদার রহমান বেদারুল ইসলাম সবুজের পিতা তৈয়বুল ইসলামের নামে ক্রয়কৃত জমির ৬ শতক জমি তাদের নিজের বলে বাদি করে আসছে। এঘটনায় আদলাতে দুটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালতে মামলা বিচাধিন থাকার পরেও আজিজার রহমান বুলু ও তার ভাই শহিদার রহমান তাদের বাড়ির প্রবেশের রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে পরিবারের সদস্যরা বাড়িতে প্রবেশ করতে পারছেনা।
ঘটনার প্রতিকার চেয়ে তারা হারাগাছের পৌর মেয়র, স্থানীয় কাউন্সিলর, জাতীয় মানবাধিকার কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরের এর কোন প্রতিকার পান নাই। তারা এব্যাপারে সরকারের হস্থক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে আজিজার রহমান জানান, আমার জমি দখল করার কারনে রাস্তা বন্ধ করে দিয়েছি। জমি ফিরে পেলে রাস্তা খুলে দেব বলে জানান তিনি ।