ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও আওলাতলী গণ গ্রন্থাগারের আয়োজনে দিনব্যাপি, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীত, গান-নাচ ও রচনা প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও রাতে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগীতা এবং বাউল গান।
শাহজাহান খন্দকারের সভপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সন্ধ্যার উদ্ধোধন করের হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈম হাসান ডালিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগনেতা আ: রউফ ও ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম উজ্জল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ জাহান খান, হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক মিজানুর রহমান মিজান, হবিরবাড়ী ইউনিয়ন যুবদল নেতা শাহ জাহান কবির, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক আবু সাঈদ বাবু, লোকমান হোসেন ফকির, জাহাঙ্গীর আলম বাচ্চু প্রমূখ।
কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারী ও আবুল হোসেন মাস্টারের বিচারনায় রাতে বিতর্ক প্রতিযোগীতা পরিচালনা করেন আওলাতলী গণ গ্রন্থাগারের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সেলিম। ‘বর্তমান শিক্ষা ব্যাবস্থা’ শিরোনামে বিতর্ক প্রতিযোগীতায় বিপক্ষ দল বিজয়ী হয়।
এ সময় অন্যান্যে মধ্যে আওলাতলী গণ গ্রন্থাগারের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে, আরমান হোসেন (সভাপতি),মোছা সাদিয়া সুলতানা ছন্দা, আতিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মাহাবুব হাসান মাহিম, শাকিল ফকির, শ্রী সুমন সরকার সূর্য, নাজমুল হাসান, খোদেজা আক্তার, রোকসানা আক্তার রিপা, বিল্লাল শেখ, আলী হোসেন প্রমূখ। বাউল গান পরিবেশনায় ছিলেন ম্যাজিক বাউলিয়ানা শিল্পী শফিকুল ইসলাম ও স্থানীয় শিল্পিবৃন্দ।