ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় মাটির ট্রাক- লেগুনা মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার(২৮)নামে লেগুনার এক যাত্রী নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকাল এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার(ওসি) হাবিবুর রহমান জানান, মানিকগঞ্জ দিক থেকে আসা মাটির ট্রাকের বিপরীত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা শ্রীরামপুর এলাকায় পৌঁছালে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার সুফিয়া আক্তার নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এবং লেগুনায় থাকা আরও ১০ জন যাত্রী আহত হন। আহতদের এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা দায়ের করা হবে বলে জানান।