কালিয়াকৈর প্রতিনিধি॥
ক্ষমতায় থাকলে আরও আগে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতো বিএনপি’র এসব কথা যতার্থ নয় বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি ।
তিনি বলেন, জিয়াউর হমান সাহেব ছয় বছর রাষ্ট্র চালিয়েছে বেগম খালেদা জিয়া দশ বছর রাষ্ট্র চালিয়েছেন তাদের সেই সময়কার রাষ্ট্র কি উন্নয় করেছে তার হিসাব নিলেয় বুঝা যাবে তাদের কথার কোন যতার্থ আছে কিনা, কোন যুক্তি আছে কিনা, আমি মনে করি তার কথা অর্ন্তসার শুন্য তাদের রাষ্ট্রের শাসন আমলে দেশে কোন উল্লেখ্য যোগ্য অগ্রগতি হয়নাই কাঙ্খিত অগ্রগতি হয়নাই কাজেই তারা ক্ষমতায় থাকলে এটা হওয়া সম্ভব ছিল না।
মন্ত্রী শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পৌর পার্কে উপজেলা বিভিন্ন কিন্ডারগার্টেন এর যৌথ আয়োজনে” শিশু শিক্ষা মেলার” উদ্ধোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি এম তুষারি বক্তব্যে কালিয়াকৈর উপজেলার সকল কিন্ডার গার্ডেন এর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেন । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এডঃ আ ক ম মোজাম্মেল হক এম পি শিশুদের সাথে কোশল বিনিময় করে ও মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ইতিহাস তুলে ধরেন;এবং কিন্ডার গার্ডেনের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রধান করেন।
”মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেবো সবার অন্তরে ”এই শ্লোগানকে সামনে রেখে কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তুষারীর সভাপতিত্বে কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, বিআরডিপি চেয়ারম্যান সরকার মোশারফ হোসেন জয়, গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ;দৈনিক যুগান্তর পএিকার সাংবাদিক সরকার আব্দুল আলিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।