ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে আন্বিয়া খাতুন (৫৫) নামে এক মহিলা ছেলের হাতে খুন হয়েছে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় (২৪ মাচর্) শনিবার রাত ৯ টার দিকে রান্দিয়া গ্রামের হাবিবুর রহমান হবুর বড় স্ত্রী আন্বিয়া খাতুন (৫৫) ষ্ট্রোক জনিত কারনে প্রায় ৮/৯ বছর যাবৎ অসুস্থ থাকায় ঘরের ভিতর শয্যাশায়ী অবস্থায় জীবন কাটাচ্ছিলেন।
শনিবার রাতে নেশাখোর ছেলে এমদাদুল হক সকলের অলক্ষে ধারালো কাঁিচ দিয়ে বিছানায় তার মাকে জবাই করে হত্যা করে। পরে রক্তাক্ত কাঁচি হাতে তার পিতাকে খুন করার জন্য খোজতে বেরোলে এলাকাবাসী টেরপেয়ে তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে নিহতের লাশ ও এমদাদুলকে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল মর্গে প্রেরণ করা হবে।