কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
গত শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের বার্ষিক মিলাদ ও এইচ, এস, সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ওই কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই কলেজের গর্ভণিং বডির সভাপতি, কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারীর সভাপ্রধানে এবং ওই কলেজের প্রভাষক মো.আবুল খায়রুল আলম এবং কচুয়া উপজেল ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলদেশ এনার্জি রেগুলটরী কমিশন ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান, ওই কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবক কমিশন এর সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -১ ঢাকা (জেলা ও দায়রা জজ ) বিচারক এ.এল.এম. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান জুয়েল, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, শিক্ষানুরাগী এডভোকেট হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক ৪নং সহদেবপুর (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান, ভ’ইয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল মবিন মিয়া, ওই কলেজের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, ওই কলেজের ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন প্রমুখ। এসময় ওই কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুশীল সমাজের লোকজন, কচুয়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকসহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বি.দ্র.-সংবাদের সাথে ছবি আছে।
ক্যাপশন-কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওই কলেজের প্রতিষ্ঠাতা ড. সেলিম মাহমুদ।