কচুয়া (চাঁদপুর) প্রতিনিধ্॥ি
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে চাদঁপুরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার জেলার কচুয়া উপজেলা বিতারা ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষানুরাগী, শিল্পপতি, নিন্দপুর ড.মহীউদ্দীন খাঁন আলমগীর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. ইসহাক সিকদারের উদ্যোগে মাঝিগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের সচিব আবুল বাশার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসহাক সিকদার।
বক্তব্য ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. বোরহান ্উদ্দিন, ইউপি মেম¦ার ইসমাইল, নাসির উদ্দিন, আব্দুল বারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ডা. জসীম উদ্দীন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান, সাংবাদিক জিসান আহম্মেদ নান্নু, আরিফুল ইসলাম দীপু প্রমুখ।
আলোচনা সভার পরে ইউনিয়ন কার্যালয় হতে এক বিশাল আনন্দ র্যালি বের হয়ে মাঝিগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে পুনরায় ইউনিয়ন কার্যালয়ে ফিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুরূপভাবে রাগদৈল আই. এম. দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযথভাবে ওই অনুষ্ঠান পালন করা হয়।