• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দুদিনে হাসপাতালে ভর্তি শতাধিক

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত দুই দিনে শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালেই ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। এদের বেশিরভাগই পৌর এলাকার।হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার ডায়রিয়া আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। আগেরদিন ভর্তি হয়েছিলেন আরো ৫৮ জন। ডায়রিয়া ওয়ার্ডের মেঝে থেকে শুরু করে হাসপাতালে প্রবেশের করিডোরের মেঝেতেও অবস্থান নিতে হয়েছে রোগিদের। হঠাৎকরে ডায়রিয়া রোগি বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্তদের বেশিরভাগই পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা
হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে ডায়রিয়া আক্রান্ত রোগীরা জানান, ভর্তি হওয়ার পরই বিনামূল্যে স্যালাইন দেয়া হয়েছে। কিছু ওষুধও দেয়া হয়েছে বিনামূল্যে। কিন্তু থাকার জায়গা নেই। অপরিচ্ছন্ন বারান্দায় বা করিডোরের মেঝেতে থাকতে হচ্ছে তাদের। এতে করে দ্রুত সুস্থ সম্ভাবনা কমে যাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাদিম সরকার জানান, আবহাওয়ার পরিবর্তন ও খাবার পানির সমস্যা থেকেই ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবহাওয়ার পরিবর্তনটা হঠাৎ করেই হয়েছে। মানুষের শরীর এই আবহাওয়া খাপ খাওয়াতে পারছেনা। এছাড়া পৌর এলাকার খাবার পানিতেও সমস্যা আছে বলে তাদের ধারণা। তিনি বলেন, ডায়রিয়া আক্রান্তরোধে অবশ্যই বিশুদ্ধ পানি খেতে হবে। সে ক্ষেত্রে যে কোনো পানি ফুটিয়ে খাওয়াই ভাল। চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া রোগিদের জন্য প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ মজুদ আছে দাবি করে নাদিম সরকার বলেন, দুইদিনে রোগির চাপ বাড়লেও সার্বক্ষনিক চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সরা প্রস্তুত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ