উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ উপজেলা শাখায় সম্মেলন এবং নতুন কমিটি গঠন হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন শ্রী গৌতম দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী বাবলু ভৌমিক। এর আগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পূঁজা উদযাপন পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রী অশোক কুমার রায়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ বিন হাবিব, দেওয়ান কউশিক আহম্মেদ, শ্রী সন্তোষ কুমার কানু, শ্রী সঞ্জয় কুমার সাহা, শ্রী হীরক গুন, শ্রী বিজয় দত্ত অলোক, শ্রী সুকান্ত কুমার সেন, শ্রী দেবাশিষ দাস প্রমুখ।
দ্বিতীয় পর্বে সদস্যদের ভোটে সভাপতি শ্রী গৌতম দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী বাবলু ভৌমিককে নির্বাচিত করে।