ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাঁটগাঁও গ্রামে ঘর তুলে জন চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। জানাযায় ভাটগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের কন্যা রোজিনা খাতুনের সাথে একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মজিবর রহমান, আব্দুল লতিফ গংদের বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিলো। রোজিনার অভিযোগ তার স্বামী অত্যন্ত নিরিহ প্রকৃতির লোক হওয়ায় উল্লেখিত ব্যক্তিরা জমাজমি, গাছপালা, ফলফলাদি, পুকুরের মাছ সহ বিভিন্ন জিনিষপত্রের ব্যাপক ক্ষতি সাধন করেছে। যা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ আকারে জানানো হয়েছে। এদিকে মজিবর রহমান গংরা রোজিনার বাড়ীর সামনের জনচলাচলের রাস্তার আংশিক পাকা ঘর তুলা শুরু করে রাস্তাটি বন্ধ করে দেয়ার অপচেষ্টায় লিপ্ত হলে উপায়ান্ত না দেখে রোজিনা আক্তার ২০ মার্চ আদালতের আশ্রয় নেন। উল্লেখ্য ওই রাস্তা দিয়ে এলাকার স্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রী হাট বাজারে লোকজন সব সময় যাতায়াত করে থাকে। এব্যাপারে প্রশাসনের তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া অতি জরুরী বলে সচেতন মহলের দাবী।