বাগেরহাট প্রতিনিধি :
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের নলিয়ান ষ্টেশনের একটি টহল দল শনিবার দুপুরে বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন কালিবাড়ি খালে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ পিস ফাইসা পোনাসহ ২টি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। আটক মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকতা আবদুল¬াহ আল মাহমুদ জানান, কোস্টার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি রেনু ও ফাইসা নিধন রোধে কোস্টগার্ড জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে থাকে। এরই ধারাবাহিকতায় সুন্দরবন সংলগ্ন কালিবাড়ি খালে অভিযান চালিঢে প্রায় ৩০ লাখ পিস ফাইসা পোনা ও ২টি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ফাইসা পোনাগুলোকে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয় ও ৯ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।