চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় অবস্থিত পলিটেকনিক ইন্সটিটিউটে জাসদ ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১টায় ছাত্র নেতা তারেক রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনিরুজ্জামান মনির। এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা জাসদ ছাত্রলীগের সদস্য মোবারক হোসেন আকাশ, মোজাহিদুল ইসলাম, গোলাম আরিফ অহাব, আসিফ ইয়াসির, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোসিকুল রেজা তনু, পৌর ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন প্রমুখ।
বক্তারা ছাত্রলীগের গৌরবজ্বল ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং পলিটেকনিকের শিক্ষার্থীদের ছাত্রলীগের পতাকাতলে আবদ্ধ হবার আহ্বান জানান।
কর্মী সভা শেষে মো. তারেক রহমানকে সভাপতি ও মো. ফরহাদ তানভীর মারুফকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। কর্মীসভারর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।