• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

পিরোজপুরে পান চাষে সাবলম্বী হেমন্ত লাল পাল

আপডেটঃ : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

পিরোজপুর জেলা প্রতিনিধি॥
পিরোজপুর জেলার কদমতলা গ্রামের হেমন্ত লাল পাল এখন পান চাষে সাবলম্বী। স্থানীয়ভাবে তাকে পান চাষের আধুনিক মডেল ভাবা হয় । ১৯৬৫ সালে হেমন্ত লাল পালের পিতা মৃত যোগেশ চন্দ্র পাল মাত্র এক একর জমির উপরে পান চাষ শুরু করেন। পিতার মৃত্যুর পর হেমন্ত লাল পাল পান চাষে মনোনিবেশ করেন। পান চাষ করে তিনি প্রায় ৩০ একর জমি বাড়ী ক্রয় করেছেন। কদমতলা বাজারে তার ২৫টির বেশি দোকান ভিটি রয়েছে। দুটি ছেলেকে শিক্ষিত করে তুলেছেন। বাড়ীতে বড় বসত ঘর তৈরী করেছেন । তিনি জানান এসব কিছুই তিনি করেছেন কেবলমাত্র পান চাষ থেকেই। পান চাষের জন্য বছরের প্রায় সব সময়ই পান ক্ষেতে কাজ করতে হয়। বর্তমানে তিনি প্রায় ৫ একর জমিতে পান চাষ করছেন। বছরের অধিকাংশ সময়ই শ্রমিক নিয়োগ করতে হয়। তবে পান চাষের কিছু অন্তরায় রয়েছে। যেমন অতিরিক্ত ঠান্ডায় পান ঝড়ে যায়। ঘূর্নিঝড়ে পানের কাঠামো ভেঙ্গে যায়। ঘন কুয়াশার কারনে পান পেকে য়ায়। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পান চাষ করে প্রচুর আর্থিক লাভবান হয়েছেন হেমন্ত লাল পাল। তিনি জানান দক্ষিণাঞ্চলের সব থেকে বড় পানের চাষ এটি। তার পান চাষের সফলতা দেখে এখানকার অনেকেই পান চাষ শুরু করেছেন। তবে আর্থিক স্বল্পতার কারনে অনেকেই পান চাষে হিমশিম খাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে স্থানীয় বেকার যুবকেরা পান চাষে আগ্রহী হবে বলে তিনি মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ