• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

ভেনিজুয়েলার কারাগারে অগ্নিকান্ডের ঘটনায় ৫ পুলিশ কমান্ডার গ্রেফতার

আপডেটঃ : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

ভেনিজুয়েলার পুলিশ সদরদপ্তরের এক কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পাঁচ পুলিশ কমান্ডারকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ভয়াবহ ওই অগ্নিকান্ডে ৬৮ নাগরিক নিহত হন। শনিবার দেশটির প্রধান কৌঁসুলি তারেক উইলিয়াম সাব একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
বুধবার ভেনিজুয়েলার তৃতীয় বৃহত্তম নগরী ভেলেনসিয়ার প্রধান পুলিশ স্টেশনে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় দেশের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতিসংঘে বিষয়টির নিন্দা জানিয়েছে। কারাবন্দীদের অধিকার সংক্রান্ত একটি সংস্থা, উনা ভেনটানা এ লা লিবারটেড (এ উইনডো অন ফ্রিডম) বলেছে, আটককৃতরা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিছানায় আগুন ধরিয়ে দেয়। এতে করে অতি দ্রুত ধোঁয়া ও আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ৬৬ জন কারাবন্দী ও দর্শনপ্রার্থী দুই নারী এ ঘটনায় নিহত হয়েছেন।
সাব টুইটারে জানিয়েছেন, পাঁচ কমান্ডারকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্যে দায়ী করে গ্রেফতার করা হয়েছে। যারা পুলিশের হেফাজতে রয়েছেন, তাদের মধ্যে একজন পুলিশ সদরদপ্তরের উপপরিচালক ছিল। সাব জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে সাজা দেয়া হবে। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ