• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

খালেদার জিয়ার চিকিৎসায় যা যা দরকার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটঃ : রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জেলকোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে। বিএনপি নেত্রীর চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না।
রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁও  রেজিস্ট্রি কমপ্লেক্সে-এ ‘বাংলাদেশ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা’অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্বের জবাবে তিনি এ সব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। জেলখানার চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুয়ায়ী গতকাল (শনিবার)  তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব বিশেষজ্ঞ চিতিৎসক এখানে রয়েছেন। আপনারা এখানে ঘাটতির কী দেখলেন?
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যেটুকু প্রয়োজন জেলকোড অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না।
দলিল লেখকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা বিভিন্ন দাবির কথা বলছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ, এখানে যৌক্তিক সব দাবি মেনে নেয়া হবে। শেখ হাসিনার বাংলাদেশে নো বলে কোনো শব্দ নেই।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, দেশকে যদি আবার অন্ধকারে নিমজ্জিত করতে না চান, তাহলে নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ