কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এক বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে জানানো হয়, নারী আন্দোলনকারীরা সামনে এলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকেও ব্যাপক পিটুনি দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর হামলার পরপরই ছাত্রলীগ ও যুবলীগ রাতভর ছাত্রীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ব্যাপক হামলা চালায়। এ সময় অন্তত ৩০০ শিক্ষার্থী আহত হন। অন্তত ৫০ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হলো।
অবিলম্বে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান তারা। একই সাথে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন এবং আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করেন এবং তাদের সু-চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার জোর দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাসে যে সরকারই ছাত্র আন্দোলনকে দমাতে চেষ্টা করেছে তাদেরকেই ক্ষমতা হারাতে হয়েছে। তাই সময় থাকতে শিক্ষার্থীদের নায্য দাবি মেনে নেয়ার আহবান জানাই।