জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বৃদ্ধির প্রশ্নে জারিকৃত রুলের শুনানিতে অংশ নেবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। এ লক্ষ্যে আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীদের ওকালতনামা দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, আইনজীবীদের তালিকা সম্বলিত ওকালতনামা দেয়া হয়েছে। এখন রুলের শুনানিতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা।
গত ২৮ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেয়।