• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

আজও দেশে গণতন্ত্র বিকশিত হয়নি-পরিকল্পনা মন্ত্রী

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮

টাঙ্গাইল প্রতিনিধি॥
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের দেশে গণতন্ত্র সৃষ্টি হয়েছে ১৯৭৩ সালে। কিন্তু আজও আমাদের গণতন্ত্র বিকশিত হয়নি। সুশাসন তো পরে, আগে গণতন্ত্র পরে সুশাসন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এসে নির্বিচারে মানুষ হত্যায় লিপ্ত থাকে। বিএনপি কোন সময় দেশের জন্য কাজ করেনি। তারা শুধু নিজেদের পকেট ভারি করার জন্য কাজ করে। তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের মানুষের কোন উন্নয়ন করেনি। বৃহস্পতিবার(১২ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিনতলা বিশিষ্ট ‘জয়নব ভবন’- এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন এ দেশের স্বাধীনতা ও অর্ননৈতিক মুক্তি। স্বাধীনতা পেলেও আজও আমাদের  অর্থনৈতিক মুক্তি আসেনি। যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করে না, দেশের প্রতি তাদের কোন মমত্ববোধ নেই। তাদের দিয়ে এ দেশের উন্নয়ন হবে না। আমরা চাই সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে।
দেশ বরেণ্য অর্র্থনীতিবিদ ও জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ। পরে মন্ত্রী কালিহাতী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নবনির্বাচিত মেয়র নুর-এ-আলম সিদ্দিকীর সংবর্ধনা সভায় যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ