রাজধানীর বাংলামোটরে দুই বাসের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মামলায় দুই বাস চালকের জামিন নামঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক খোরশেদ (৫০)।
ওয়াহিদের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ ইউনুস ও খোরশেদের পক্ষে হেলাল উদ্দিন পাটোয়ারী জামিন শুনানি করেন।
মামলাটিতে গত ৫ এপ্রিল এ দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ৮ এপ্রিল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।এরপর থেকে তারা কারাগারেই রয়েছেন।
গত ৩ এপ্রিল রাজধানীর বাংলামোটরে দুইটি বাসের প্রতিযোগিতার কারণে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।