চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সাথে একদল ডাকাতের গুলি বিনিময়ের ঘটনায় দুই ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে র্যাবের ৪ সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, ৪ রাউন্ডগুলি, ১ টি বুলেট ও দেশীয় অস্ত্রসহ একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোমস্তাপুর উপজেলার কুইচ্চাপাড়া আড়গাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুল্ল’র ছেলে মোঃ আতিক ও ভোলাহাট উপজেলার বড়গাছি গ্রামের রাজিব।আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, রাতে গোস্তাপুরের আড়গাড়া সড়কে র্যাবের একটি দল টহল দেয়ার সময় ডাকাতের দল বুঝতে না পেরে প্রথমে তাদের গুলি করে। এ সময় র্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। গোলাগুলির সময় আরো ৪ থেকে ৫ ডাকাত পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ ওই দুই ডাকাতকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় র্যাবের চার সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে ডাকাতদের কাছে থাকা অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। এদিকে গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক মোঃ আইনুল ইসলাম জানান, নিহতদের সুরতহাল রির্পোট শেষে ময়ন্তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।