ঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। বুধবার আসামি পুলিশের সাবেক আইজিপি শহুদুল হকের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেন তার আইনজীবী নজরুল ইসলাম। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত রয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য রয়ছে আগামী ৭, ৮ ও ৯ মে।
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। এ পর্যন্ত ৩৪ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ করা হয়েছে। আজ ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ৭২তম দিন।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। আসামিপক্ষে সাক্ষিদের জেরা করেছে। গত বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর ধরে চলা এ মামলার বিচার শেষ হওয়ার পথে। ৪৯ আসামির মধ্যে এরই মধ্যে ৩৪ জনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষও। এই মামলার ৫২ আসামির মধ্যে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অন্য মামলায়।