বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের ফকিরহটে মৌমাছির কামড়ে প্রাণ গেল এক নিরীহ পথচারীর। আর এ ঘঠনা টি ঘটেছে উপজেলার ব্রাহ্মরাকদিয়ায় নিহত মোজাফফার হোসেন (৭০) গ্রামের বাসীন্দা । স্থানীদের, কাছ থেকে জানা গেছে ব্রাহ্মরাকদিয়ার প্রধান সড়কের পার্শে একটি দেশীয় বনজ গাছে বেশ কিছু দিন ধরে একঝাক মৌমাছি চাক বেধে আছে । বৃহস্পতি বার সন্ধ্যায় নামাজ শেষে মোজাফ্ফর হোসেন যাবার সময় কে বা কাহারা ঢিল ছুড়ে মারে এতে মৌ মাছি আক্রশের বসে মোজাফ্ফর কে সামনে পেয়ে আক্রমন করে। হাজার হাজার মৌমাছি কাঁমড়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়। মৌমাছির হুলের যন্ত্রনাযয় ওই ব্যাক্তি মাটিতে লুটিয়ে পড়ে সংঙ্গাহীন হয়ে যায়, স্থানীয়রা দেখে তাৎক্ষনিক উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাঃ তাকে মৃত বলে ঘোষনা করে। তবে কে বা কাহারা ওই মৌচাকে ঢিল ছুড়েছে সে বিষয়ে কোন খোজ পাওয়া যায় নাই।