• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

কয়লাখনি দুর্নীতি : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৬ জুন

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুন দিন ধার্য করেছে আদালত।
আজ বৃহস্পতিবার মামলাটির অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শাহ ইমরান এ দিন ধার্য করেন।
আর মামলার প্রধান আসামি খালেদা জিয়া অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এদিন তিনি খালেদা জিয়ার পক্ষে হাজিরা প্রদান করেন।
আজ খালেদা জিয়ার পক্ষে জিয়া উদ্দিন জিয়া, হান্নান ভূঁইয়া, আব্দুল খালেক মিলন, নজরুল হক প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ