ভোলা প্রতিনিধি॥
ভালার ভোলায় ভয়াবহ আগুনে শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও আগুন থেকে রক্ষা পেয়েছে পবিত্র কুরআন। আজ দুপুরে আগুনে পোড়া এলাকা পরিষ্কার করতে গেলে বেরিয়ে আসে এমন দৃশ্য। এই নিয়ে ভোলাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্ট হয়েছে। অনেকেই ভিড় জমাচ্ছে আগুন থেকে রক্ষা পাওয়া কুরআনের পান্ডুলিপি দেখতে। শুক্রবার রাতে ভোলা শহরের মনোহারী পট্রি, চকবাজার , খালপারে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগে ৫ ঘন্টা। আর পুরোপুরি আগুন নিভাতে সময় লাগে ১০ ঘন্টার ও অধিক সময়।