সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে হাবিবুর রহমান হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান হোসেন শ্রমিক নিয়ে গতকাল সোমবার দুপুওে ক্ষেতে ধান কাটছিলো। এসময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। শ্রমিকরা সকলে বাড়ী চলে যায়। হাবিবুর রহমান একটু দেরিতে বাড়ীতে রওনা দিলে একটি বজ্রপাত তার উপরে এসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাবিবুর রহমান মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের আব্দুল আলেক মন্ডলের ছেলে বলে জানা গেছে।