• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

লা লিগা শিরোপা পুনরুদ্ধার বার্সেলোনার

আপডেটঃ : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা। রবিবার রাতে দেপোর্তিভোকে তাদেরই মাঠে ৪-২ গোলের জয় পেয়েছে এরনেস্তো ভালভারদের দল।
ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন ব্রাজিল তারকা ফিলিপ কুতিনহো। সেই এগিয়ে থাকার স্বাদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৩৮তম মিনিটে সুয়ারেজের পাঠানো বল দুরূহ কোণ থেকে প্রতিপক্ষের জালে জড়ান মেসি। এর দুই মিনিট পরেই ব্যবধান কমায় দেপোর্তিভো। লুকাস পেরেসের নীচু শট সহজেই পরাজিত করে টের স্টেগানকে। ৬৪তম মিনিটে ম্যাচে সমতা টেনে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায় দেপোর্তিভো। দারুণ এক পাসিং আক্রমণে গোলটি করেন তুরস্কের মিডফিল্ডার এমরে কোলাক। ৮০ মিনিট পার হওয়ার সঙ্গে সঙ্গেই আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসি। তিন মিনিটের ব্যবধানে আরো দুটি গোল করে দলকে এনে দেন বড় জয়।
এই নিয়ে মোট ২৫ বার লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ