রংপুর অফিস॥
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংগঠন কার্যালয়ে সংগঠনের পতাকা উত্তোলন, র্যালী, আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি শহরের কামারপাড়া ঢাকা কোচ ষ্ট্যান্ড থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা কোচ ষ্ট্যান্ডে মিলিত হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি তাজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা , সহ সভাপতি তমিজ উদ্দিন, নূর মোহাম্মদ নুরু, সহ সাধারণ সম্পাদক রোনাচুজ্জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান মজনু। উপস্থিত ছিলেন সহ সাগঠনিক সম্পাদক ওবায়দুল হোসেন, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম টিটু, প্রচার সম্পাদক ফারুক হোসেন, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুকুল, সড়ক সম্পাদক মোতালেব মালেক ইদু, সদস্য আমির হোসেন, মেহের উদ্দিন, ইসমাইল হোসেন সাজু, ইউনুছ আলী, বাদশা মিয়া, কামারপাড়া ঢাকা কোচ ষ্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক মধু মিয়া, ৩২নং ওয়ার্ড কাউন্সিলর ও মডার্ণ শাখার সম্পাদক শামীম, ০১নং ওয়ার্ড কাউন্সিলর ও পাগলাপীর শাখার সভাপতি রফিকুল ইসলাম, বড় দরগাহ্ ইউপি সদস্য ও শাখা শ্রমিক নেতা হারুন অর রশীদ, খায়রুল ইসলাম প্রমুখ ।