টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে ‘শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(১ মে) স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরআগে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিক সমাবেশে মিলিত হয়। পরে জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আলী ইমাম তপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, বীর বিক্রম আব্দুর সবুর খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা আমিনুর রহমান আমিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির।