পাবনা প্রতিনিধি॥
উৎসবমুখর পরিবেশে পাবনা প্রেসক্লাবের গৌরবময় ৫৭ বর্যপূর্তি উদযাপনকরা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক-সুধীজনদের অংশগ্রহণে বর্নাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে ক্লাব সভাপতি অধ্যাপক শিবজিত নাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রবীণ সাংবাদিক আনোয়ারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহি পাবনা প্রেসক্লাব ঐতিহ্য ও আদর্শে এখনও অটুট। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন পাবনার সাংবাদিকরা। এবারে সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা রণেশ মৈত্র।্ যা পাবনার সাংবাদিকদের জন্য অনেক গৌরবের বিষয়। এছাড়াও অনেক বড় বড় অর্জন রয়েছে এখনাকার সাংবাদিকদের। তাই অতীত ঐতিহ্য ও আদর্শ আগামীতেও ধরে রাখার আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী বাবলা, সদর থানার ওসি ওবায়দুল হক, জেলা পরিষদের সদস্য বিজয় ভুষণ রায়, জেলা ছাত্র লীগের সভাপতি শিবলী সাদিক সহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে কেক ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।