• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

পাঞ্জাবের জয় কামনা করে মন্দিরে পুজা দিলেন প্রীতি জিনতা

আপডেটঃ : রবিবার, ৬ মে, ২০১৮

বাংলাদেশে সময় রাত সাড়ে ৮টায় ঘরের মাঠে রাজস্থানের মুখোমুখি কিংস ইলেভেন পাঞ্জাব৷ সেই ম্যাচে গেইল-অশ্বিনদের জন্য পুজা দিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা৷
নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবের জয় কামনা করে ইন্দোরের খজরানা গণেশ মন্দিরে ছুটে যান প্রীতি জিনতা৷ দর্শনার্থীদের ভিড়ে নিজের পরিচিতি লুকিয়ে সাধারণ মানুষের মতো ভিড় ঠেলে পুজা দেন তিনি৷ শেষমেশ অবশ্য নিজের পরিচিতি লুকাতে পারেননি প্রীতি৷ মন্দিরের পূজারির চোখে ধরা পড়ে যান কিংস ইলেভেন মালকিন৷ দলের জয় কামনা করে প্রীতির পুজো দেয়া ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
ভিডিওতে দেখা গেছে কালো কাপড়ে মুখে ঢেকে মন্দিরে প্রবেশ করেন প্রীতি৷ এরপর মন্দিরের অন্যন্য দর্শনার্থীরা তাকে চিনতে শুরু করলে দ্রুত পুজা দিয়ে বেড়িয়ে আসেন পাঞ্জাবের মালকিন৷
এবারের আইপিএলে এই মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রীতির ফ্র্যাঞ্চাইজি৷ ৮ ম্যাচের পাঁচটিতে জিতেছে অশ্বিনরা৷ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে তারা৷ ব্যাট হাতে বিংধ্বসী ফর্মে রয়েছেন ক্রিস গেইল৷ ওপেনার লোকেল রাহুলও ধারাবাহিকভাবে রান করছেন৷ আফগান স্পিনার মুজিব রহমান প্রতি ম্যাচেই চমক দিচ্ছেন৷ সব মিলিয়ে অশ্বিনের নেতৃত্বে প্লে-অফের শেষ চারে স্থান পাওয়ার আশা দেখাচ্ছে পাঞ্জাব৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ