বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব জেলা বারে আগামীকাল সোমবার এ কর্মসূচি পালন করা হবে। ফোরামের মহাসচিব ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন কর্মসূচি পালনের জন্য আইনজীবীদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিচার বিভাগে এখন বিচারপতি সিনহা আতংক বিরাজ করছে। সরকারের মনপুত রায় না দেয়ায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাই সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলায় বিচারকরা সিনহা আতংকে ভুগছেন।
সংবাদ সম্মলনে ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন।