টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বে ব্যাটারী চালিত অটোরিকশা চালক ফরিদুল ইসলামকে(১৬) বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার(৮ মে) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত ফরিদুল ইসলাম টাঙ্গাইল শহরের সবুজবাগ(বেড়াবুচনা বৌবাজার) এলাকার জুলহাস ব্যাপারীর ছেলে। এ ঘটনায় পুলিশ ফরিদুলের বন্ধু আলামিন ও শুভকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, অটোরিকশা চালক ফরিদুল ইসলাম ও তার কয়েকজন বন্ধু মিলে দীর্ঘদিন ধরে একসাথে নেশা করতো। সোমবার(৭ মে) রাতে মাদক কেনার টাকা নিয়ে ফরিদুলের সাথে বন্ধুদের ঝগড়া হয়। এক পর্যায়ে বন্ধুরা ফরিদুলকে কুপিয়ে হত্যা করে লাশ ওই এলাকার একটি ধানক্ষেতে ফেলে রাখে।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) সায়েদুর রহমান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ফরিদুলের বন্ধু আলামিন ও শুভকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, নিহতের মাথায় এবং কপালে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।