• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরন

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাক্তি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে টিফিন বক্স বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে পোগলদিঘা ইউনিয়নের ১৩ নং চেচিয়াবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪৫ জন শিক্ষার্থীদের মাঝে এই টিফিন বক্স বিতরন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। ৫ম শ্রেণীর শিক্ষার্থী স্মৃতি, ২য় শ্রেণীর শিক্ষার্থী তামান্না ও শিশু শ্রেণীর বলরাম টিভিন বক্স পেয়ে বলে, আমরা অনেক খুশি, আমাদের এখন আর কষ্ট করে দুপুরে রোদে বাড়ীতে খেতে যেতে হবে না।
এ সময় রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার জন্য সব চেয়ে বেশি অবদান রেখে যাচ্ছেন। সমাজের বৃত্তশালীরা যদি গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাড়ান তাহলে দেশের কোন শিশুই অশিক্ষিত থাকবে না। আর আমি এক সময় এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম, এখান থেকেই আমার শিক্ষা জীবন শুরু। তাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে টিফিন বক্স বিতরন করা ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, প্রধান শিক্ষিকা আকলিমা আক্তার, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থা সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন, কান্দারপাড় বাস শ্রমিক পরিবহনের সাধারন সম্পাদক মতিউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাবু, সদস্য মশিউর রহমান মোরশেদ, উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ