• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি॥
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পদ্মপাড়া এলাকা মক্তিযোদ্ধা ডিএম মজিদর নামে  চাদাবাজি মামলা ও ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে জাতীয় মুক্তযোদ্ধা কাউন্সিলে অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে মানবধিকার কর্মী পরিচয়দানকারী আবুল হাশেমের (দুর্জয়) বিরুদ্ধে। আবুল হাশেম (দুর্জয়) টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার নাগেরচালা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।
বাংলাদেশ গেজেটে বীর মুক্তিযোদ্ধা ডিএম মজিদ সিরিয়াল নং ৬৯২ এবং মুক্তিবার্তা নং ০১০৬০৫০১৪৫ জানায় গাজীপুর জেলার পদ্মপাড়া শেষ সীমানা ও টাঙ্গাইল জেলার  সীমান্ত এলাকায় আবুল হাশেম বসবাস করে। তিনি  এলাকায় মানবধিকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইলের শওকত মোমেন শাহজাহানসহ এলাকার সম্মানী ব্যক্তিদের নিয়ে নানা কটুক্তি করে থাকে।  ডিএম মজিদ  একজন মুক্তিযোদ্ধা এজন্য আবুল হাশেমকে মক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে নিয়ে কটুক্তি না করার জন্য নিষেধ করেন। ডিএম মজিদ তাকে বারবার নিষেধ করা সত্বেও আবুল হোশেম তার নিষেধ অমান্য করে সম্মানী ব্যক্তিদের সম্পর্কে  কটুক্তিসহ নানা মন্তব্য করে আসছিল। এনিয়ে ঊভয়ের মধ্যে দন্দ্ব  চলে আসছিল। এসুযোগে আবুল হোশেম ডিএম মজিদকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে জাতীয় মুক্তযোদ্ধা কাউন্সিলে একটি লিখিত অভিযোগ ও সখিপুর থানায় একটি চাদাবাজি মামলা করে তাকে হয়রানী করছে বলে তিনি অভিযোগ করেন। এছাড়া তিনি উল্লেখ করেন আবুল হাশেম তার নিজের পিতার নামেও মামলা দিয়ে তাকে করেছে ।
এব্যাপারে আবুল হোশেম বলেন মজিদ স্বাধীনতার সময় তার পরিবারের লোকজন নিয়ে স্বাধীনতা বিরোধীদের সহযোগীতা করেছেন। মুক্তিযোদ্ধাদের নির্যাতনসহ লুটপাট করেছেন। এব্যাপারে ফুলবাড়িয়া ইউনিয়ন কমান্ডার আনোয়ার হোসেন জানায় তিনি একজন মুক্তিযোদ্ধা। তবে তিনি ভারতের ট্রেনিংপ্রাপ্তন মুক্তিযোদ্ধা নয়। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ,গেজেট ও লালমুক্তিবাতাসহ সকল তালিকায় তার নাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ