• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

সংস্কারের উদ্যোগ নেয়া হলো মোহনপুর-উধুনিয়া আঞ্চলিক সড়ক

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোহনপুর-উধুনিয়া আঞ্চলিক সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ২ মাসের মধ্যে এটি চলাচলের উপযোগী হবে। সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটি কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কের মাঝে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় এই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় অনেক দিন আগেই। স্থানীয় লোকজন তাদের উৎপাদিত ফসল ঘরে তোলা ও বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম বিপাকে পড়েন। বিশেষতঃ এই পথে কোন রোগীকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে আনা নেওয়ার বিষয়ে মারাত্মক সংকটে ভুগছিলেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম মঙ্গলবার সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ সরেজমিনে মোহনপুর-উধুনিয়া সড়কটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের স্থানীয় অফিসের কর্মকর্তাবৃন্দ, উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কয়ড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী জানান, আগামী ২ মাসের মধ্যে রাস্তাটি মেরামত করে স্থানীয় লোকজনের চলাচলের উপযোগী করে তোলার জন্য স্থানীয় সংসদ সদস্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরবর্তী পর্যায়ে ৫/৬ মাসের মধ্যে সড়কের মোহনপুর থেকে উধুনিয়া হয়ে পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার ময়দানদীঘি পর্যন্ত  পুনঃনির্মাণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন নির্বাহী প্রকৌশলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ