রংপুর অফিস॥
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর জোনের অধীন রংপুর জেলার কাউনিয়া উপজেলার উপ-সহকারী প্রকৌশলী সেরাজুল ইসলাম সরকার সম্প্রতি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি হওয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশল সমিতি রংপুর জোনাল কমিটির পক্ষ থেকে গতকাল রাতে অফিস ভবনে ফুলেল শুভেচ্ছা জানান।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । এতে রংপুর জোনের ডিপ্লেমা প্রকৌশল সমিতির সভাপতি ও সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রংপুর জেলার সহকারী প্রকৌশলী শাহজাহান আলী,লালমনিরহাট জেলার সহকারী প্রকৌশলী মেহেদী হাসান , সদ্য পদোন্নতী হওয়া সহকারী প্রকৌশলী সেরাজুল ইসলাম সরকার,রংপুর জোনের উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী নাসরীন আক্তার , উপ-সহকারী প্রকৌশলী জিন্নাতুন নেছা, পীরগজ্ঞের উপ-সহকারী মো: আবু সাইদ আকন্দ প্রমুখ।