তানোর (রাজশাহী) প্রতিনিধি॥
রাজশাহীর তানোর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হলো তানোর পৌর এলাকার সিন্দুকাই গ্রামের আফসার আলীর পুত্র বাবলুর রহমান বাবু (৪০), কলমা ইউপির শংকরপুরগ্রামের আব্দুস সামাদের পুত্র রাজু আহম্মেদ ও কামারগাঁ ইউপির চকপ্রভুরাম গ্রামের মৃত ওসমান আলীর পুত্র (সাবেক) মেম্বার লুৎফর রহমান (৩৮)।
জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সম্রাট রাজু আহম্মেদকে ইয়াবা সেবন অবস্থায় আটক করেন থানার এএসআই শরিফ। এছাড়াও একই রাতে কামারগাঁ ইউপির মাদারীপুর বাজারে ইয়াবা সেবনের সময় কামারগাঁ ইউপির (সাবেক) মেম্বার লুৎফর রহমানকে আটক করেন তানোর থানার এসআই নাজমুল হক। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক পৃথক মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।