• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে : নাসিম

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। ২০১৪ সনের মতো নির্বাচনে না এসে ভুল করলে বাটিচালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বিএনপিকে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একা মাঠে খেলতে ভালো লাগে না। নির্বাচনে আসুন-খেলা হবে মাঠে।
মঙ্গলবার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১শ শয্যায় উন্নীতকরণ করা হয়। এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দুপুরে স্থানীয় ব্রজগোপাল টাউন হলে ভোলা স্বাস্থ্য বিভাগ ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার দল ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা এগিয়ে নিতে বারবার শেখ হাসিনা সরকারই দরকার। দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। জনগণের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই বুঝা যাবে, আপনারা হাওয়া ভবন চান না কি উন্নয়নের ভবন চান।
মন্ত্রী বলেন,আওয়ামীলীগ সরকারকে আরো দশ বছর সময় দিন। দেখবেন, চরফ্যাশনসহ সারা দেশে কি পরিমান উন্নয়ন হয়।
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্য মন্ত্রী বলেন, আদালত খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছেন। আমরা পাঠাই নি। খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে আসুন। আমরা নির্বাচনে ভয় পাই না। খেলা হবে মাঠে। বিএনপিকে বলবো, পালিয়ে যাবেন না। নির্বাচনে আসুন। আন্দোলন তো করতে পারবেন না। নির্বাচনে এসে জনগনের রায় মেনে নিন। স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ভোলা জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম.এ মোহী পিএসসি, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন সম্মানিত অতিথির বক্তব্য রাখেন।
সুধি সমাবেশ শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১শ’ শয্যায় উন্নীত করণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার সু-উচ্চ জ্যাকব টাওয়ার, দৃষ্টি নন্দন ফ্যাশন স্কয়ার, শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করেন। সাবেক এমপি মরহুম অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব এমপিসহ মন্ত্রীর সফর সঙ্গীরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ