• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

শাহরিয়ারের জন্য দিনভর অপেক্ষা নেতাকর্মীদের

আপডেটঃ : মঙ্গলবার, ৮ মে, ২০১৮

অনেকদিন পর এলাকায় এলেন স্থানীয় সাংসদ ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম। এ জন্য দিনভর এক হাজার মোটরসাইকেল ও একাধিক গাড়ি বহর নিয়ে অপেক্ষামান ছিলেন দলীয় নেতা-কর্মীরা। অবশেষে রাত ৯ টায় ট্রেন থেকে নেমে পৃথক দু’টি পথসভায় নেতাকর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করলেন মন্ত্রী। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে লিখলেন, ‘যতদিন বেঁচে থাকবো প্রতিদান দেবার চেষ্টা করে যাবো এলাকার জনগণকে।’
দলীয় সুত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নানা কাজে ব্যাস্ত থাকার কারনে এবার অনেকদিন পর এলাকায় এলেন গণমানুষের নেতা চারঘাট-বাঘার সাংসদ ও বর্তমান সরকারের সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর এ খবর পেয়ে সোমবার সন্ধ্যায় তাঁকে এক হাজার মোটরসাইকেল শোডাউনসহ একাধিক গাড়ি নিয়ে রিসিভ করতে সারদা রেলস্ট্রেশানে ছুটে আসে কয়েক হাজার দলীয় নেতাকর্মী। তারা প্রিয় নেতাকে কাছে পাওয়া মাত্রই ফুল দিয়ে বরণ করেন। স্লোগান দিতে থাকে, ‘শাহরিয়ার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। শাহরিয়ার তোমার ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই।’
এ সময় দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে অভিভুত হন শাহরিয়ার আলম। তিনি চারঘাট বাজার চার রাস্তার মাথা ও বাঘা পুরাতন বাস টার্মিনাল অবস্থিত মজিবনগর চত্বরে পৃথক পথসভা করে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, আমার প্রাণপ্রিয় নেতাকর্মীরা আমার আগমনকে কেন্দ্র করে আমাকে এভাবে সম্মাতিন করবে এটা আমি ভাবতেও পারিনি। তিনি আগামি দিনগুলোয়  চারঘাট-বাঘার উন্নয়ন করাসহ যতদিন বেঁচে থাকবেন এলাকার মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন।
শাহরিয়ার বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় আওয়ামী লীগের কোন বিকল্প নেই।  তিনি নৌকার পক্ষে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাসহ তাঁকে আরেকবার ক্ষমতায় আনার জন্য দলীয় সকল কোন্দল ভুলে সবাইকে এক সাথে কাজ কারার আহবান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল  ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুল আলম, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম মন্টু, মাসুদ রানা তিলু, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ ও বাঘা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ