চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সর্বত্র সবার জন্য এ স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস ও বিশ^ রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পরিষদ চত্বর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিট এক র্যালির আয়োজন করে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান মনিম-উদ-দৌলা চৌধুরী, সম্পাদক সৈয়দ হাসান মাহামুদ সান্টু, আশিক আহমেদ ফারুকসহ ইউনিট কার্যনির্বাহী সদস্যবৃন্দ। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।