• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ছয় বছরেও হয়নি সংযোগ সড়ক ব্যয় হয়েছে ১৭ লাখ টাকা

আপডেটঃ : বুধবার, ৯ মে, ২০১৮

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকায় ছয় বছরেও একটি ব্রীজের সংযোগ সড়ক নির্মান হয়নি। এ ব্রীজটি নির্মানে প্রায় ১৭ লাখ টাকা ব্যয় হয়েছে। এলাকাবাসীদের কাছে এটি এখন শুধুমাত্র দূর্ভোগের হয়ে দাড়িয়ে আছে। উল্লাপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের নেওয়ারগাছায় লিলন খানের বাড়ির কাছে খালের উপর বিগত ২০১২ সালে প্রায় সাত মিটার দীর্ঘ এ ব্রীজটি নির্মান করা হয়েছে। স্থানীয় পৌরসভা থেকে ঠিকাদারের মাধ্যমে প্রায় ১৬ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এটি নির্মান করা হয়। উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রীজটি নির্মান করা হয়। প্রায় ছয় বছর আগে এ ব্রীজটি নির্মান কাজ শেষ হলেও দু’পাশের সংযোগ সড়ক পথ আর নির্মান হয়নি। এর আগে এ ব্রীজটির পাশ্বেই ২০০৮ সালে পৌরসভার অর্থায়নে আরো একটি ব্রীজ নির্মান করা হয়। সেটি পাশে রেখেই পরেরটি নির্মান করা হয়েছে। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে যাওয়া পৌরসভার পাকা সড়ক পথের শেষ প্রান্তে খালে নির্মিত দুটি ব্রীজ দুটি এ অবস্থায় থাকায় এলাকায় সহজ ও সুষ্ঠ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। এলাকাবাসীদেরকে ব্রীজটির পাশ বেয়ে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন তালুকদার জানান, এমন অবস্থায় খালটির দু’পাশের বসতিদেরকে বিভিন্ন বাহনে অন্য পথে ঘুরে যেতে হয়। পৌরবাসীদের এশন দূর্ভোগের বিষয় তিনি মেয়রকে জানিয়েছেন। পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম জানান, বিগত সময়ে এটি অসমাপ্ত রাখায় সরকারের অর্থ অপচয় করা হয়েছে বলে তিনি মনে করেন। জরুরী ভিত্তিতে দু’পাশের সংযোগ সড়ক নির্মান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ