রংপুর অফিস॥
ডিএনএ ও ভিসেরা রিপোর্ট এখনও না পাওয়ায় চার্জশিট দিতে পারেনি পুলিশ। এজন্য রংপুরের আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা হত্যার বিচার শুরুর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে । অথচ,ওই মামলার মূল আসামীরা গ্রেফতারের পরপরই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ত্রুটিমুক্ত তদন্ত হচ্ছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি (তদন্ত) মুখতারুল ইসলাম। জানা যায়, গত ৩০ মার্চ সন্ধ্যার পর পুলিশ জানতে পারে পিপি রথিশ বাসা থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রথিশের স্ত্রী দীপা ভৌমিকসহ স্বজনদের সঙ্গে কথা বলেন। এরপরেই পুলিশ দীপার ফোনের কল লিস্ট পরীক্ষা করেন। তারপর, বেরিয়ে আসে দীপা ও তার প্রেমিক কামরুলের ৩৩বার কথাবলার প্রমাণ। এরপরেই কামরুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে আইনজীবীর স্ত্রীও জড়িত বলে নিশ্চিত হয়।