কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুরে অর্জুনডারা ব্রিজের কাছে সড়ক দূর্ঘটনায় বাসদ কেন্দ্রীয় নেতা জাহেদুল হক মিলুসহ ৫ জন আহত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টায় উলিপুর থেকে কুড়িগ্রামগ্রামী থ্রি হুইলার গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নিচে পড়ে গেলে এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরো আহত হন রহিম বকস, আব্দুল হামিদ, রিয়াজুল, জমিলা ও রফিকুর।
কুড়িগ্রাম সদর হাসপাতালের ত্বত্তাবধায়ক এটিএম আনোয়ারুল হক জানান, আহতদের মধ্যে জাহেদুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।