• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

ধামরাইয়ে জমি দখলের চেষ্টায় উত্তেজনা

আপডেটঃ : রবিবার, ১৩ মে, ২০১৮

ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ের বাড়িগাঁও এলাকায়  বাটোয়রা দলিল উপেক্ষা করে অতিরিক্ত জমি দাবি করায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে একই বংশের লোকজনের মধ্যে।অতিরিক্ত জমি জবরদখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে আসায় বিবদমান দু’গ্রুপের লোকজনের মধ্যে বিরাজ করছে টান্ টান্ উত্তেজনা। যে কোন মুহুর্তে বিবদমান দু’গ্রুপের লোকজনের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গেলে ভুক্তভোগি পরিবার ও এলাকাবাসী  জানান,বাড়িগাঁও  গ্রামের খৈমুদ্দিন,মোঃ বদির উদ্দিন ও  মোঃ জনু মিয়া  গংদের মধ্যে বাটোয়রা দলিল সম্পাদনের মাধ্যমে দীর্ঘ্যদিন ধরে নিজ নিজ হিস্যা  ভোগদখল করে আসছে। সম্প্রতি জনুমিয়া বাটোয়রা দলিল উপেক্ষা করে খৈমুদ্দিনের  কাছে অতিরিক্ত জমি দাবি করে তা  জবরদখলের চেষ্টা করে আসছে। এমনকি খৈমুদ্দিনের ছেলে মোঃ আব্দুর রহিমকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর জন্য নানাভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ