দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি॥
দৌলতপুরে মাদক ব্যবসায়ী আজিজুল শেখ (৪১) ও জিন্নাহ শেখ (৩৬) ফেনসিডিল সহ আটক হয়েছে। শনিবার গভীর রাতে সিরাজ নগর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে র্যাব।
র্যাব সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার ফিলিপ নগর ইউপির সিরাজ নগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আজিজুল শেখ ও জিন্নাহ শেখকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা চিলমারী ইউনিয়নের পূর্ববাজুমারা গ্রামের মৃত তাহাজ শেখ ও মৃত আলিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।